শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:০০ অপরাহ্ন

মাধবপুরে আগাম জাতের টমেটো চাষে কৃষকদের মুখে হাসি

মাধবপুরে আগাম জাতের টমেটো চাষে কৃষকদের মুখে হাসি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আগাম জাতের টমেটো চাষ করে কয়েকশত কৃষক লাভবান হয়েছে। এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় কৃষকরা টমেটো চাষ করে সফলতা পেয়েছেন। আগাম জাতের এসব টমেটো স্থানীয় বাজার সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। টমেটোকে ঘিরে স্থানীয়ভাবে কয়েকটি টমেটোর ও অন্যান সবজির পাইকারী আড়ৎ গড়ে উঠেছে। মাধবপুর উপজেলার চৌমুহনী, বহরা, শাহজাহানপুর, সুরমা, তেলিয়াপাড়া, ভান্ডারুয়া, এখতেয়ারপুর, জালুয়াবাদ, নোয়াপাড়া, জগদীশপুর এলাকায় উচ্চ ফলনশীল উঁচু ভূমিতে আগাম জাতের টমেটোর চাষ করা হয়েছে। ২ মাস আগে অর্থাৎ আশ্বিন মাসের প্রথম দিকে পলিথিন দিয়ে আধুনিক পদ্ধতিতে কলম জাতের টমেটোর চারা রোপন করা হয়। আধুনিক পদ্ধতিতে টমেটো চাষাবাদ করায় বৃষ্টিতে তেমন ক্ষতি না হওয়ায় ফলন হয়েছে ভাল। শাহজাহানপুর ইউনিয়নের কৃষক মিজান মিয়া জানান, এ বছর পতিত ভূমিতে সে প্রায় ২০ বিঘা জমিতে টমোটো চাষাবাদ করেছে। সার, বীজ, শ্রমিক সহ প্রতি বিঘায় খরচ হয়েছে ১২ হাজার টাকা। এখন প্রতি কেজি টমেটো ৬০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা কেজি দরে পাইকারী বিক্রি করা হচ্ছে। এ বছর কম বৃষ্টিপাত হওয়ায় টমেটোর ফলন ভাল হয়েছে। প্রতি বিঘায় কমপক্ষে ১ লাখ টাকার টমেটো বিক্রি করতে পারবে। স্থানীয় টমেটো চাষীরা জানান, জৈষ্ঠ্য আষাঢ় মাসে বীজ তলায় টমেটোর চারা উৎপাদন করে আশ্বিন মাসের প্রথম দিকে চারা রোপন করা হয়। কার্ত্তিক মাসের প্রথম দিকে টমেটোর গাছে ফুল ও ফল আসতে শুরু করে আশ্বিনের মাঝামাঝি ও অগ্রহায়নের প্রথম দিকে টমেটো বাজার জাত করা শুরু হয়। ফলন ভেদে প্রতি বিঘা জমির টমেটো বিক্রি হয় লক্ষাধিক টাকার বেশি। মাধবপুরে টমেটো চাষীরা এখন বাণিজ্যিক ভিত্তিতে বড় পরিসরে টমেটো চাষাবাদ করেছেন। টমেটো দেখতে সোনালী বর্ণের রং অনেকটা লাল আপেলের মত। মাধবপুরের প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভাল থাকায় টমেটোর পাইকারী ছোট ও বড় ট্রাকসহ বিভিন্ন বাহনে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। কৃষক বদু মিয়া জানান, মাধবপুরে ব্যাপক অঞ্চল জুড়ে শতশতকৃষক উন্নত মানের টমেটো চাষাবাদ করছে। টমেটো সংরক্ষণ করে রাখার জন্য হিমাগার না থাকায় অনেক সময় কৃষকরা উৎপাদিত টমেটো সংরক্ষণ করতে পারে না। তাই মাধবপুরে সরকারিভাবে কৃষিজাত পণ্য রাখার জন্য হিমাগার স্থাপন করা খুবই জরুরী। মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক জানান, আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর মাধবপুরে উচ্চ ফলনশীল আগাম জাতের টমেটোর বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের সকল প্রকার সহযোগীতা করা হয়। চলতি বছর মাধবপুরে টমেটোর অবাদের লক্ষ্য মাত্রা ৩২০ হেক্টর নির্ধারন করা হলেও আবাদ হয়েছে প্রায় ৪শ হেক্টর জমিতে। মাধবপুরের উচুঁ ভূমির মাটি আগাম জাতের টমেটোর খুবই উপযোগী। মাধবপুরে উৎপাদিত উচ্চ ফলনশীল স্বাস্থ্যপ্রদ টমেটো বিদেশে রপ্তানী করা হলে দেশের কৃষকরা আরো লাভবান হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com