শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
ডেস্ক নিউজ: ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মানহানির মামলা করেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় আরসিবিসির নাম জড়ানোয় ফিলিপাইনের ওই ব্যাংক এই মামলা করেছে।
এদিকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের আদালতে চুরি হওয়া রিজার্ভের অর্থ ফেরত আনতে আরসিবিসি বিরুদ্ধে মাামলা করে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) মামলা করেছে বলে বিদেশি বার্তা সংস্থার মাধ্যমে জেনেছি। এটি যেহেতু আন্তর্জাতিক আদালতে মামলা তাই এ বিষয়ে কিছু বলা যাবে না। বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল এখন ফিলিপাইনে আছে। তারা দেশে আসলে এ বিষয়ে জানা যাবে।
প্রসঙ্গত, তিন বছর আগে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে আরসিবিসির সম্পৃক্ততার কথা বলা হয়েছে।