স্বতন্ত্র প্রশাসন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করার চেষ্টা বন্ধ ও জাতীয় নার্সিং কমিশন গঠনসহ ১০ দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছেন নার্সরা।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের গোল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে চমেক হাসপাতাল, চট্টগ্রাম নার্সিং কলেজ, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং বিআইটিআইডি হাসপাতালের নার্সরা অংশ নেন। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সন্তোষ কুমার রুদ্রের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ রাশেদুল আলম, সংগঠনের নেতা বিশ্বজিৎ বড়ুয়া, নেহাল আহমেদ, জাহাঙ্গীর আলম, লাভলু বড়ুয়া প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে কেন্দ্রঘোষিত ১০ দফা দাবি সরকারকে মানতে হবে। তা না হলে সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণা করে দাবি বাস্তবায়ন ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না।