ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। তবে এ কর্মসূচিতে শুরু থেকেই বাধা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে একটি বিশাল মিছিল হাইকোর্ট মোড় সংলগ্ন এলাকায় এসে অবস্থান নেয়। এ সময় পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের সামনে এগোতে বাধা দেওয়া হয়। একাধিক ব্যারিকেড ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় আইনশৃঙ্খলা বাহিনী।
তবে পুলিশের বাধা উপেক্ষা করে একের পর এক প্রতিরোধ অতিক্রম করে ছাত্রজনতা শিক্ষা ভবনের সামনে পৌঁছে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যায়। পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় বিজিবি ও পুলিশের বিপুলসংখ্যক সদস্যকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।