বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক, নরসিংদী মডেল থানা, নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সিংড়ায় বিএনপির গ্রীণ সিগন্যালে ধানের শীষের মনোনীত প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ আইসিসিবিতে বসেছে ৩ দিনব্যাপী ইন্টেরিয়র-ফার্নিচার-সাইনেজ এক্সপো ট্রাস্ট ইসলামী লাইফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা নন লাইফে কমিশন শূন্যের প্রস্তাবে বিতর্ক, বিআইএ থেকে ফখরুল ইসলামের পদত্যাগ স্ত্রীকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখেছে স্বামী গ্রেপ্তার বিকাশ-নগদ-রকেটে লেনদেনের নতুন উপায়, জানুন কত টাকা কাটবে মিরপুরে অগ্নিকাণ্ডস্থলে ফায়ার সার্ভিসের ‘হ্যাজমেট টিম’ দুর্নীতির অভিযোগে শরণখোলার ইউএনও বদলি

আইসিসিবিতে বসেছে ৩ দিনব্যাপী ইন্টেরিয়র-ফার্নিচার-সাইনেজ এক্সপো

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো ভিলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশাল তিনটি প্রদর্শনী ‘ইন্টেরিয়র ও ফার্নিচার টেকনোলজি এক্সপো ২০২৫’ এবং প্রথমবারের মতো ‘সাইনেজ টেকনোলজি এক্সপো ২০২৫’।

এই মেলায় ইন্টেরিয়র উপকরণ, ফার্নিচার তৈরির সরঞ্জাম এবং সাইনেজ বা বিজ্ঞাপন প্রযুক্তি নিয়ে বিভিন্ন সমাধান উপস্থাপন করা হচ্ছে।

এতে নয়টি দেশের প্রায় ৫০টি প্রতিষ্ঠান ২০০টি স্টল নিয়ে অংশ নিয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে আইসিসিবি এক্সপো ভিলেজে ‘এফ টাচ ইভেন্টস লিমিটেড’-এর উদ্যোগে আয়োজিত প্রদর্শনী তিনটির উদ্বোধন করেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) সভাপতি স্থপতি প্রফেসর ড. আবু সাঈদ এম আহমেদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএবির সাধারণ সম্পাদক স্থপতি প্রফেসর ড. এম. মাসুদ উর রশিদ এবং আইসিসিবির চিফ অপারেটিং অফিসার এম. এম. জসিম উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রদর্শনীর সহযোগী সংগঠন বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স অ্যাসোসিয়েশনের (বিডিকোয়া) সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দ্বিতীয়বারের মত আয়োজিত ‘ইন্টেক এক্সপো ২০২৫’-এ আধুনিক কিচেন সলিউশন, ইন্টেরিয়র উপকরণ, সিরামিক, লাইটিং, হোম অটোমেশন এবং লাইফস্টাইল পণ্য প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি দ্বিতীয়বারের মত আয়োজিত ‘ফার্নিটেক এক্সপো ২০২৫’এর অংশে ফার্নিচার ফিটিংস, কাঠ ও ধাতব প্রযুক্তির সরঞ্জাম (উড ও মেটাল টেকনোলজি) প্রদর্শন করা হচ্ছে। এছাড়া প্রথমবারের মত আয়োজিত ‘সাইনেজ টেকনোলজি এক্সপো ২০২৫’ প্রদর্শনীতে ভিজ্যুয়াল কমিউনিকেশন এবং বিজ্ঞাপন খাতের সর্বাধুনিক প্রযুক্তি ও সমাধান তুলে ধরা হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রদর্শনীতে দেশি-বিদেশি সংস্থাগুলো তাদের আধুনিক কিচেন সলিউশন, স্মার্ট মিরর, ডোর, ফার্নিচার, সফটওয়্যার, হোম অটোমেশন সার্ভিস এবং ইন্টেরিয়র ডিজাইনের নতুন প্রযুক্তি দেখাচ্ছে। ফার্নিচার শিল্পে জড়িত উদ্যোক্তা, কারিগর, ডিজাইনার ও শিক্ষার্থীদের জন্য থাকছে অত্যাধুনিক সরঞ্জাম ও মেশিনারিজ দেখার সুযোগ।

উড টেক সলিউশনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নইমুল হোসেন খান বলেন, দ্বিতীয় ফার্নিটেক এক্সপো ২০২৫ উডওয়ার্কিং ও ফার্নিচার সেক্টরের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। গত ফেয়ারের ধারাবাহিকতায় এবারের প্রদর্শনী উদ্যোক্তা, প্রস্তুতকারক, আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার, পেশাজীবী ও শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হবে।

এফ টাচ ইভেন্টস লিমিটেডের পরিচালক শেখ ফিরোজ আহমেদ বলেন, এই মেলায় ইন্টেরিয়র টেকনোলজি, উড মেশিনারিজ ও মেটাল মেশিনারিজ ছাড়াও প্রথমবারের মতো ইন্টেরিয়র সেক্টরে ব্যবহারের জন্য তৈরি বিভিন্ন সফটওয়্যার প্রদর্শিত হচ্ছে, যা দেশের আধুনিক ইন্টেরিয়র ডিজাইন শিল্পের উন্নয়নে বিশেষ অবদান রাখবে।

অনুষ্ঠানে আইসিসিবির চিফ অপারেটিং অফিসার এম এম জসীম উদ্দীন বলেন, আইসিসিবি এখন বাংলাদেশের সব ধরনের বিটুবি এবং বিটুসি মেলার কেন্দ্র। বড় মেশিনারির কম্পনের কারণে হলের ভেতরে প্রদর্শনী সম্ভব না হওয়ায় মালয়েশিয়ার একটি বড় সেন্টার দেখে অনুপ্রাণিত হয়ে এটি তৈরি করা হয়েছে।

তিনি বলেন, এক দশক আগেও যেখানে শুধু চামড়া, বস্ত্র ও আরএমজি নিয়ে মেলা হতো, এখন ইন্টেরিয়র সলিউশন, মেরিন টেকনোলজির মতো অভিনব ছোট শিল্পগুলোতেও বড় ফোকাসে মেলা হচ্ছে। এই নতুন শিল্পগুলোর প্রবৃদ্ধির ফলে বাংলাদেশের অর্থনীতির বিপুল সম্ভাবনা দেখা যাচ্ছে।

জসিম উদ্দীন বলেন, ইন্টেরিয়র সলিউশন টেকনোলজিসহ এই নতুন শিল্পগুলোর দ্রুত বিকাশের কারণে বর্তমানে ৪৫ হাজার বর্গফুটে যে মেলা হচ্ছে, দুই-তিন বছরের মধ্যে আইসিসিবিতে এই জায়গাটুকুও যথেষ্ট হবে না।

প্রদর্শনী তিনটি প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশ সবার জন্য সম্পূর্ণ ফ্রি। এছাড়া দর্শনার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড় ও বিশেষ অফার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com