শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন করেন তিনি।
এসময় মৎস্য খাতে অবদানের জন্য নির্বাচিত ১৭ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ‘জাতীয় মৎস্য পুরস্কার, ২০১৯’ প্রদান করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী বক্তব্যে শুধু মৎস উৎপাদনই নয়, রপ্তানীর ক্ষেত্রে মাছের মান বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, বুধবার (১৭ জুলাই) থেকে দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ শুরু হয়েছে। সপ্তাহটি চলবে ২৩ জুলাই পর্যন্ত। এ বছরের জাতীয় মৎস্য সপ্তাহের স্লোগান ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ