মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন

হাতিরঝিলে র‌্যাবের হাতে ৪ জঙ্গি আটক

হাতিরঝিলে র‌্যাবের হাতে ৪ জঙ্গি আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অভিযান চালিয়ে ‘আল্লাহর দল’ বা ‘আল্লাহর সরকার’ নামের জঙ্গি সংগঠনের ভারপ্রাপ্ত আমিরসহ চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

রবিবার দিবাগত রাতে রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জঙ্গিদের আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন আল্লাহর দলের আমিরসহ চারজন আটক করা হয়েছে বলে জানান তিনি।

আজ কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com