শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে চলতি বছর মৃত্যু ২০০ ভুয়া গ্রুপ-ওয়েবসাইটের ফাঁদে হাজার হাজার বিনিয়োগকারী ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরছে খাগড়াছড়ি ভালো কিছু সহজে আসে না, সংগ্রাম করতে হয়: ভাবনা গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবে পৌরসভার পূজা মণ্ডপ পরিদর্শক করেন আলী আকবর আনিছ নড়াগাতীতে পুজামণ্ডপ পরিদর্শন ও উন্নয়ন অঙ্গীকার: শান্তি ও ঐক্যের বার্তা গ্রাহকের টাকায় বেহিসাবি ব্যয় ৮৩৩ কোটি টাকা :৪৩ বিমা কোম্পানি তারেক রহমানের শুভেচ্ছা ও অনুদান পৌঁছে দিলেন বিএনপি নেতা ব্যারিস্টার অমি কুড়িগ্রাম রাজারহাটে দূর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সাথে আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ-এর শুভেচ্ছা বিনিময় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আস্থা লাইফ ইন্স্যুরেন্সের

তিস্তা চুক্তির ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: জয়শঙ্কর

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯
  • ৩২৮

নিজস্ব প্রতিবেদক: ‘দুই দেশের ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টনে আমরা প্রস্তুত। তিস্তার বিষয়ে আমাদের একটি অবস্থান রয়েছে। এ বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এর কোনও পরিবর্তন হয়নি।’

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

জয়শঙ্কর বলেন, ‘দুই দেশের ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টনে আমরা প্রস্তুত। তিস্তার বিষয়ে তিনি বলেন, ‘তিস্তার বিষয়ে আমাদের একটি অবস্থান আছে। এ বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এর কোনও পরিবর্তন হয়নি।’

রোহিঙ্গাদের বিষয়ে জয়শঙ্কর বলেন, ‘ আমরা রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত। এই মানুষদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন বাংলাদেশ-ভারত ও মিয়ানমারের জাতীয় স্বার্থে দরকার।’ ভারতের আসামে ৪০ লাখেরও বেশি মানুষ নাগরিকত্ব সমস্যায় রয়েছে, এ নিয়ে বৈঠকে কোনও আলোচনা হয়েছে কিনা, জানতে চাইলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়।’

নিরাপত্তা ইস্যুতে জয়শঙ্কর বলেন, ‘আমরা এ নিয়ে আলোচনা করেছি এবং নিরাপত্তা বিষয়ে সহযোগিতা বাড়লে সন্ত্রাসী গ্রুপগুলোকে দমনে সহযোগিতা বাড়বে।’ জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের মধ্যে অনেক সরকারি ও বেসরকারি খাত নিয়ে আলোচনা চলছে। আমরা আরো আলোচনা করবো।’

গতকাল সোমবার রাত ৯টায় ঢাকায় পৌঁছান জয়শঙ্কর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ঢাকায় আসতে পেরে আনন্দিত। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটিই আমার প্রথম সফর। আমি আগামীকাল (আজ মঙ্গলবার) অত্যন্ত ফলপ্রসূ দিন প্রত্যাশা করছি। আমাদের খুব ভালো ও খুব জোরালো সম্পর্ক আছে। এই সম্পর্ককে আরো এগিয়ে নিতে আমাদের অনেক বিষয় আলোচনার আছে।’

জানা গেছে, ভারতের মোদি সরকারের দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে কাজ করতেই ঢাকা সফর করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। নয়াদিল্লি থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছেন।

সফরসূচি অনুযায়ী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ সকালে ঢাকায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে দুই দেশের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলন করেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে তিনি ভারতীয় হাইকমিশনার আয়োজিত নৈশভোজে অংশ নেবেন। আগামীকাল বুধবার সকালে কাঠমাণ্ডুর উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।

গত মে মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর জয়শঙ্করের এটিই প্রথম বাংলাদেশ সফর। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এটি সৌজন্য সফর। এই সফরে বিদ্যমান জোরালো সম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোরদারের বিষয়ে আলোচনা হবে। আগামী অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য নয়াদিল্লি সফর নিয়েও আলোচনা হবে আজ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com