মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন
বীর মুক্তিযোদ্ধা ও পার্লামেন্টারিয়ান মঈনউদ্দিন খান বাদল এমপি আর নেই। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে ভারতের ব্যাঙ্গালুরুতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মারা গেছেন তিনি।
মঈন উদ্দীন খান বাদলের ভাই মনির উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৮ অক্টোবর থেকে ভারতে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানে ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন মঈন উদ্দীন খান বাদল। তিনি জাসদের একাংশের কার্যকরী সভাপতি ছিলেন।। চট্টগ্রাম-৮ আসন থেকে তিনবারের সংসদ সদস্য। তাঁর তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।