শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাবেক পুলিশ কর্মকর্তার অবৈধ সম্পদে ফেঁসে যাচ্ছেন স্ত্রী-শ্বশুরসহ ১২ আত্মীয় ৭ম শ্রেণির মাদ্রাসাছাত্রের হাতে খালা–খালাতো ভাই খুন চলে গেলেন গুণী অভিনেতা মাসুদ আলী খান মিরপুর বিআরটিতে কোনভাবেই আনসার কর্মকর্তাদের দুর্নীতি থামানো যাচ্ছে না সিংড়ায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়া বিএনপি মহাসচিব-এর অভিনন্দন বার্তা নওগাঁ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীর মুখে বিষ ঢেলে দেয়ার অভিযোগ কুষ্টিয়ায় দৌলতপুরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম মন্ডল গ্রেফতার। কাফরুলে শ্রমিক আন্দোলনে সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের লেগুনায় আগুন
এমপি বাদলকে রাষ্ট্রীয় সম্মান প্রদান, জানাজা সম্পন্ন

এমপি বাদলকে রাষ্ট্রীয় সম্মান প্রদান, জানাজা সম্পন্ন

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও জাসদ নেতা মঈন উদ্দীন খান বাদলের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকাল দশটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বৃষ্টি উপেক্ষা করে জানাজা নামাজে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষা প্রতিমন্ত্রী নওফেল, জাসদ ও আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতা-কর্মী এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে দেশের জন্যে লড়াই করা এই মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান করা হয় এবং সে সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

গার্ড অফ অনার শেষ হলে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষ থেকে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রটোকল অনুযায়ী অনেকেই মঈন উদ্দীন খান বাদলের মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাতের মাধ্যমে বর্ষিয়ান এই রাজনীতিকের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ভারতের বেঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুই বছর আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে গুরুতর অসুস্থ ছিলেন মইন উদ্দীন খান বাদল। হার্টেরও সমস্যা ছিল। দুই সপ্তাহ আগে নিয়মিত চেকআপের জন্য তাকে ভারতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com