সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে এদেশে কোনদিনও মৌলবাদী নীতির ঠাঁই হবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
পরশ বলেন, এদেশে ধর্মান্ধদের জায়গা কোনদিনও হবে না।
এ সময় ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, শেখ মনির শূন্যতা পূরণ হবার নয়।
এদিন প্রথমে ধানমণ্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও পরে বনানী কবরস্থানে শহীদ শেখ ফজলুল হক মনিসহ সকল শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন নেতারা।
পরিবারের সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করেন। পরে ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে কবরস্থান প্রাঙ্গণে মিলাদ, দোয়া ও মোনাজাত করা হয়।