মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে জিও এসজিও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সমাজ সেবা কর্মকর্তা ও এনজিও সমন্বয় সভার সদস্য সচিব মো. মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মাজিয়া,উপজেলা এনজিও সমন্বয়কারী ও স্লোব-বাংলাদেশ ব্যাপস্থাপক মো. দেলোয়ার হোসেন প্রমুখ। সভায় বিগত সভার কার্যবিরনীয় উপস্থাপন, এনজিও মাসিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন, সমবায় অফিসার মো. ইয়াকুব আলী, স্লোব-বাংলাদেশ প্রকল্প পরিচালক উম্মে রুমানা, ঢাকা আহছানিয়া মিশনের কর্মকর্তা রুমা বেগমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিদিগন।