মঙ্গলবার, ২৯ Jul ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পঞ্চগড়ের নদীগুলোতে ক্ষতিকর গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশী মাছের প্রজনন, জীব বৈচিত্র্য ও পরিবেশ জুলাই জাতীয় সনদের খসড়া প্রকাশ কুড়িগ্রামে শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থীর মৃত্যু লালমনিরহাটের ব্যস্ত সড়কে ঢাকনা ভাঙা ম্যানহোল! রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ আগামী ১৫ সেপ্টেম্বর লালমনিরহাটের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মানে বাঁধা! পড়ায় উৎসাহ জোগাতে রাষ্ট্রীয় স্বীকৃতি: ৩৮ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা রাকাব, রংপুর বিভাগের “বিভাগীয় সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত রূপগঞ্জে ময়না তদন্তের জন্য এক বছর পর যুবকের মরদেহ উত্তোলন ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট
নাটকে প্রতিবন্ধী শিশুদের নেতিবাচক উপস্থাপনে মহিলা পরিষদের প্রতিবাদ

নাটকে প্রতিবন্ধী শিশুদের নেতিবাচক উপস্থাপনে মহিলা পরিষদের প্রতিবাদ

ভিশন বাংলা ডেস্ক: টিভি নাটকে প্রতিবন্ধী শিশুদের নেতিবাচকভাবে উপস্থাপনের প্রতিবাদে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, আমরা লক্ষ্য করলাম যে “ঘটনা সত্য” নামক একটি টিভি নাটকে প্রতিবন্ধী শিশুদেরকে বাবা-মায়ের পাপের কর্মফল হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই রকম নেতিবাচকভাবে উপস্থাপনের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ, তাদের পরিবার এবং তাদের পিতা-মাতাকে মানসিকভাবে আঘাত করা হয় এবং মানুষের প্রতিবন্ধিতা সম্পর্কে এক ধরনের কুসংস্কার সমাজের মধ্যে ছড়িয়ে দেয়া হয়। ঈদের বিনোদন মালায় এ ধরনের মিথ্যা, পশ্চাৎপদ চিন্তা ভাবনার নাটক প্রচারে বাংলাদেশ মহিলা পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এতে বলা হয়, নাটকের মাধ্যমে জনগণকে বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। কিন্তু এ হেন নাটক প্রচার এক শ্রেণীর মানুষের জন্য শুধু মানহানিকরই নয়, বরং এর মাধ্যমে তাদের মানবাধিকার লংঘিত হয়। মানুষের মনের গভীরে গ্রথিত এই কুসংস্কার থেকে বের হয়ে আসার জন্য শিক্ষা ও সংস্কৃতিতে এই বিষয়ে ব্যাপক প্রচার দরকার।

আমরা জানি একটা নাটক লেখা থেকে শুরু করে প্রচার পর্যন্ত অনেকগুলো ধাপ পার করতে হয়, এমন সংবেদনশীল একটি বিষয় কারও নজরে না আসায় আমরা বিষ্মিত- বিবৃতিতে সংগঠনটি জানায়।

বাংলাদেশ মহিলা পরিষদ বিবৃতিতে আরো বলেছে, ভবিষ্যতে এমন নাটক লেখা, তৈরী ও প্রচারের সময় সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার অনুরোধ জানাচ্ছে। গণমাধ্যম এ ধরণের কুসংস্কার এবং অবৈজ্ঞানিক চিন্তাভাবনাকে উস্কে দেওয়া থেকে বিরত থাকবে এটাই প্রত্যাশিত।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com