সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিউমার্কেট ফের শুরু হয়েছে সংঘর্ষ। সকাল সাড়ে দশটার পর নীলক্ষেত মোড় থেকে সায়েন্সল্যাব পর্যন্ত এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে থেমে থেমে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুড়ছে পুলিশ।
রাতের সংঘর্ষের জের ধরে মঙ্গলবার সকাল থেকেই সায়েন্সল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে এই এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শুরুতে ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা ঢাকা কলেজের মূল ফটকে ইট পাটকেল নিক্ষেপ করলে কলেজের শিক্ষার্থীরাও পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে। মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠে পুরো এলাকার পরিস্থিতি। বর্তমানে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে এবং সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এ সময় রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে পুলিশ।
মঙ্গলবার রাত ১২টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় কথা-কাটাকাটির জেরে’ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় দুই শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।
এদিকে মধ্যরাতে সংঘর্ষের পর ঢাকা কলেজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয়, ‘অনিবার্য কারণে ১৯ এপ্রিল, মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সকল ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। সকল শিক্ষককে সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’