মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

আয়ারল্যান্ডে চালু হচ্ছে নগ্ন সৈকত ‘হাক ক্লিফ’

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮
  • ৬১৫

আয়ারল্যান্ডের দক্ষিণ ডাবলিনে আগামী এপ্রিলে চালু হবে ‘হাক ক্লিফ বিচ’ যাকে বলা হচ্ছে প্রথম ন্যুড বিচ বা নগ্ন সৈকত। এর ফলে আয়ারল্যান্ডে এমন একটি জায়গা তৈরি হচ্ছে যেখানে লোকজন গিয়ে নগ্ন হয়ে গোসল করতে পারবে। সাথে থাকবে সূর্য, বালু, সমুদ্র কিন্তু থাকবে না কোনও বাথিং স্যুট।

সৈকতের উদ্যোক্তা ফ্যাট গ্যালাঘের বলেন, ‘‘ন্যাকেড বিচ আয়ারল্যান্ডে ধারণার চেয়েও বেশি জনপ্রিয়তা পাচ্ছে। এই দেশে অনেক লোক আছে যারা পুরো আয়ারল্যান্ডের আশেপাশের সৈকতে নগ্ন স্নানের জন্য ব্যবহার করছে। তাদের অনেকেই বিষয়টি কাউকে জানাবে না। কিন্তু তারা নগ্ন স্নানের জন্য মহাদেশের সৈকতগুলোতে যাবে নাহলে কোনও রিসোর্টে যাবে। ”

তবে কেউ কেউ ওই সৈকতে শিশুদের উপস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে গ্যালাঘের বলেন, এটা মোটেই কোনো পারিবারিক সৈকত নয়। এখানে অবশ্যই শিশুদের নেয়া ঠিক হবে না। তাদের জন্য এটা বিপদজনক হবে। কোনও শিশুকে সেখানে নিলে নজর রাখতে হবে। কারণ সেটি সাধারণ কোনও সৈকত হবেনা।”

আইন-সম্মতভাবে নগ্ন সৈকতের দাবিতে কয়েক বছরে ধরে প্রচারণা চালিয়ে আসছিলো আইরিশ ন্যাচারিস্ট অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন। এরপর একটি বিলের মাধ্যমে ২০১৭ সালে স্থানীয় কাউন্টি অফিস নগ্ন গোসলের পক্ষে লোকজনের সাক্ষর সংগ্রহ করার অনুমতি দেয়।

-বিবিসি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com