শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

ঘোড়ায় চড়ায় দলিত তরুণকে কুপিয়ে হত্যা!

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ৪৩০

ভারতের গুজরাট রাজ্যে দলিত সম্প্রদায়ের এক তরুণ ঘোড়ায় চড়ে গ্রামে ঘুরে বেড়িয়েছেন। আর এটাকে মেনে নিতে পারেননি উচ্চবর্ণের হিন্দু তরুণেরা। তাই এই দলিত তরুণকে বৃহস্পতিবার তরবারি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গুজরাট রাজ্যের ভাবনগর জেলার টিম্বি গ্রামের দলিত সম্প্রদায়ের ওই তরুণের নাম প্রদীপ রাঠোর (২২)।

ভারতীয় গণমাধ্যম জানায়, প্রদীপের জন্য ৩০ হাজার রুপি দিয়ে একটি ঘোড়া কিনে দেন তার বাবা। ওই ঘোড়ায় চড়ে মাঝেমধ্যে গ্রামে ঘুরতে বের হতেন প্রদীপ। ঘোড়ায় চড়ে গ্রামে ঘুরে বেড়ানোই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। স্থানীয় উচ্চবর্ণের তরুণেরা এটা মেনে নিতে পারেননি। তাই, তারা তরবারি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন প্রদীপকে।

জানা গেছে, ঘোড়া কেনার পর প্রদীপ ও তার বাবাকে ঘোড়া বিক্রি না করলে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। এ হুমকিতে কর্ণপাত করেননি প্রদীপ রাঠোর। বৃহস্পতিবার ঘোড়ায় চড়ে প্রদীপ নিজের গ্রামের বাড়িতে ফেরার সময় উচ্চবর্ণের তিন তরুণ তরবারি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন।

এদিকে, এ ঘটনায় প্রদীপের পরিবারের পক্ষ থেকে তিন তরুণের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। পুলিশ তাদের সবাইকে গ্রেপ্তার করেছে।

সূত্র: বিবিসি, এনডিটিভি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com