নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা কাজৈর এলাকার মেসার্স রমিজ উদ্দিন ট্রেডার্সের মালিক, মৃত রমিজ উদ্দিনের পুত্র মোঃ আব্দুল গাফফারের বিরুদ্ধে ইট সরবরাহের নামে ১০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে নরসিংদী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী ঢাকার আশুলিয়া এলাকার বাসিন্দা মোসা: বেগম ১৩ ডিসেম্বর গনমাধ্যম কর্মীদের জানাতে গিয়ে কান্নায় ভেঙ্গে পরেন তিনি।
মামলার বিবরণে জানা যায়, অভিযুক্ত আব্দুল গাফফার তার নিজস্ব ইটভাটা থেকে ১ লক্ষ ইট সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে ১০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করেন। গত ২৩ জুন ২০২৩ ইং তারিখে সাক্ষীদের উপস্থিতিতে তিনি মোসা: বেগমের নিকট থেকে নগদ ১০ লক্ষ টাকা গ্রহণ করেন।অভিযোগে বলা হয়, দীর্ঘ সময় পার হলেও অভিযুক্ত ব্যক্তি প্রতিশ্রুতি মর্মে ইট সরবরাহ করেননি এবং নেওয়া অর্থও ফেরত দেননি।
এ বিষয়ে একাধিকবার দেনদরবার করা হলেও কোনো সমাধান না হওয়ায় ভুক্তভোগী মোসা: বেগম বাধ্য হয়ে নরসিংদী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। নরসিংদী ডিবির এসআই সালাম মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন।
এ বিষয়ে অভিযুক্তের ইটভাটায় গিয়ে তাকে না পেয়ে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই সালাম জানান, অভিযুক্ত আব্দুল গাফফার ইট সরবরাহের কথা বলে মোসা: বেগমের নিকট থেকে ১০ লক্ষ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেন, স্ট্যাম্পে স্বাক্ষরকারী একজন সাক্ষী মৃত্যুবরণ করেছেন এবং সেই সাক্ষীকে ইট দিয়ে দায় পরিশোধ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।