মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: সিটি করপোরেশন নির্বাচনের প্রচারনায় সংসদ সদস্যদের অংশ নেয়ার সুযোগ রেখে আচরনবিধিমালা সংশোধন করেছে নির্বাচন কমিশন। দুপুরে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান সচিব হেলালুদ্দীন আহমদ। তবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে এই বিধিমালা প্রয়োগের সুযোগ নেই বলেও জানান তিনি।
এছাড়া প্রচারণার ক্ষেত্রে মেয়র প্রার্থীরা প্রতিওয়ার্ডে একটি করে নির্বাচনী ক্যাম্প করতে পারবেন বলে জানান হেলালুদ্দিন। আইন মন্ত্রণালয়ের ভোটিং শেষে এটির প্রজ্ঞাপন জারি করা হবে।