বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ: ২০১৬ সালে নিউইয়র্কের কুইন্স এলাকায় একটি মসজিদের ইমামসহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের অভিযোগে অস্কার মোরেলকে (৩৭) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
নিউইয়র্কের কুইন্স আদালতের বিচারক বুধবার বিকেলে এই রায় দেন। তবে, এই হত্যাকাণ্ডের ‘মোটিভ’ কী ছিল তা জানা যায়নি।
ওই ঘটনায় নিহতরা হলেন ওজোন পার্কের আল ফারুক মসজিদের ইমাম মাওলানা আকুঞ্জি (৫৫) ও সহকারী তারা উদ্দিনকে (৬৪)।
হত্যাকাণ্ডের প্রায় দুই বছর পর এই রায় ঘোষণা করা হলো।
২০১৬ সালের ১৩ আগস্ট দুপুর ১টা ৫০ মিনিটে জোহরের নামাজ শেষে বাসায় ফেরার পথে ওই দুজনকে হত্যা করে অস্কার মোরেল।
পুলিশ এই হত্যাকাণ্ডের একদিন পরেই অস্কার মোরেলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
সূত্র: নিউইয়র্ক টাইমস