বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শাহীন-কাওছার কর্মকাণ্ডে তলানিতে স্বদেশ লাইফ কোটচাঁদপুরে জামায়াতের এমপি প্রার্থী মতিয়ার রহমানের গণসংযোগে উৎসবমুখর পরিবেশ পল্টন থানা হারানো ৪৩টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিয়েছে মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর, ভ্যাট প্রত্যাহার করেছে সরকার পদ্মা লাইফে নারীদের সাথে ভয়ংকর প্রতারণা দেশের রিজার্ভ বেড়ে ৩১.৮৯ বিলিয়ন ডলার তফসিল ঘোষণার পর সারা দেশে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ায় বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ সিংড়ায় নির্বাচনী মাঠে রিকশা প্রতীকের জোয়ার গণসংযোগে ব্যস্ত মুফতী রুহুল আমিন মা-মেয়ে হত্যার ঘটনায় পুলিশের ব্রিফিং, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

বীর প্রতীক সিরাজ উদ্দিন আহম্মেদ (নেভাল সিরাজ) সড়ক নামকরণ ফলক উন্মোচন

ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭

নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের নামকরণ করা হয়েছে মহান মুক্তিযোদ্ধা বীর প্রতীক সিরাজ উদ্দিন আহম্মেদ—নেভাল সিরাজ—এর নামে। এ উপলক্ষে সড়ক ও জনপথ অধিদপ্তর আয়োজিত নামফলক উন্মোচন অনুষ্ঠানে সকাল থেকেই পাঁচদোনা কেজি গুপ্ত স্কুল অ্যান্ড কলেজ মাঠে ভিড় জমে স্থানীয় মানুষজনের। এলাকাবাসীর মধ্যে ছিল এক ধরনের উৎসবের আবহ, যেখানে তরুণ থেকে প্রবীণ সবাই বীর প্রতীকের স্মৃতিকে ধারণ করে ঐতিহাসিক এ মুহূর্তের সাক্ষী হতে সমবেত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক এবং মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় নেভাল সিরাজ অসীম সাহস ও বীরত্ব দেখিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। সেই ত্যাগকে স্মরণ এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই সড়কটির নামকরণ করা হয়েছে তাঁর নামে।

স্থানীয়রা জানান, তাদের এলাকার সড়ক একজন বীর মুক্তিযোদ্ধার নামে নামকরণ করায় তারা অত্যন্ত গর্বিত ও আবেগাপ্লুত। তারা মনে করেন, নেভাল সিরাজের নাম প্রতিদিন উচ্চারিত হওয়ার মধ্য দিয়ে তাঁর বীরত্বগাথা ও দেশপ্রেমের ইতিহাস নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। কেউ কেউ বলেন, একজন বীরকে স্মরণ করা মানে দেশের সম্মানকেই উজ্জ্বল করা; আবার কেউ বলেন, এখন থেকে এলাকার শিশুরাও জানবে—এই সড়কের নাম কোনো সাধারণ ব্যক্তির নয়, একজন যুদ্ধবীরের নাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি মুহাম্মদ ফাওজুল কবির খান রাজনৈতিক প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, গণতান্ত্রিক কাঠামো আরও সুসংহত করতে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচনের ঘোষণা আসবে, যা রাজনৈতিক অঙ্গনে নতুন তৎপরতা সৃষ্টি করবে।

আয়োজকদের ভাষ্য, বীর প্রতীক সিরাজ উদ্দিন আহম্মেদের নামে সড়ক নামকরণ কেবল তাঁর বীরত্বের স্মৃতিকে সংরক্ষণই করবে না, বরং ইতিহাস জানার নতুন দুয়ার খুলে দেবে তরুণ প্রজন্মের সামনে। মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধরে রাখতে ও ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তারা।

https://www.facebook.com/reel/1261538919346255/?__cft__[0]=AZUDomwhE6tYCIOekt_nREDExW7jNAsASJjnycbJb_DYgzBJA2ijQhLIxHo9rokg7lHsMUixEYgYFbqFl8oldjk5CsgQ1OEn16PvQ8SLQHvsoGBZW6DQbFh5ghRBvR-nMuXfYXwsVxpXx5CBu8-3bxASxm3nYAcI3jqCwT9JgAq5wraapIFhk8RlEf3pXb6CKAfBMgkeKoAdg_oQ8sKn02ZZ&__tn__=%2CO%2CP-R

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com