থানা সূত্রে জানা যায়, মালিকদের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে পুলিশ প্রযুক্তিগত সহায়তায় ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয়। মোবাইল উদ্ধার অভিযানে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী এবং পল্টন থানা পুলিশের এএসআই ইকবাল হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
গত ৩ ডিসেম্বর (বুধবার) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে এসি ফারাবীসহ থানার কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার হওয়া ফোনগুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
থানা কর্তৃপক্ষ আরও জানায়, চলতি বছরের পূর্ববর্তী ১১ মাসে তারা ৫০০–র বেশি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের নিকট ফিরিয়ে দিয়েছে।
নিজেদের হারানো ফোন দ্রুত ফিরে পেয়ে মালিকরা ডিএমপি ও পল্টন থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।