শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: মাসব্যাপী বাড্ডা-গুলশান লেকের জলাধার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মাসব্যাপী এ অভিযানে গুলশান সোসাইটির উদ্যোগে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে র্যালি ও লিফলেট বিতরণ করা হয়।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান-২ লেকপাড়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অভিযানে সহায়তা করছে জাগো ফাউন্ডেশন ও ওয়াটার এইড।
শুরুতেই গুলশান সোসাইটির উদ্যোগে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে র্যালি ও লিফলেট বিতরণ করা হয়। পরে ঢাকা উত্তর সিটির পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
এতে জাগো ফাউন্ডেশনের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক অংশ নিয়েছেন। ‘লেকে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করুন, পরিচ্ছন্ন মনোরম ও অবৈধ দখলমুক্ত লেক চাই, লেকে সুয়ারেজ লাইন বন্ধ করুন’ ইত্যাদি স্লোগানে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে জলাধার পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতা বৃদ্ধি করতে কাজ করছেন তারা।