সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন
অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে চার শতক জমি বিক্রয়কে কেন্দ্র করে মোহাম্মদ আলী (৩৯) নামে এক কৃষককে হত্যার দায়ে জাহেরুল নামে ড় ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে আদালত। বিচারাধীন সময়ে হাজত বাস থাকায় উক্ত হাজতবাস সময় প্রদত্ত কারাদন্ডের মেয়াদ হইতে বাদ দেওয়ার নির্দেশ প্রদান করেন আদালত।
আজ রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বি এম তারিকুল কবীর এ রায় প্রদান করেন।
দন্ডিত আসামী হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মেদনী সাগড় গ্রামের আবু তাহেরের ছেলে। এই মামলার অপর আরো ১০জন আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস প্রদান করেন।
মামলা সুত্রে জানা যায়, দির্ঘদিন ধরে চার শতক জমি বিক্রয়কে কেন্দ্র করে মোহাম্মদ আলী ও আবু তাহেরের বিরোধ চলে আসছিলো। তারই জের ধরে গত ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মেদনী সাগড় গ্রামে দুপুরে নিজ ক্ষেতে সেচ দিয়ে মোহাম্মদ আলী বাইসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। এসময় মোহাম্মদ আলী অপর আসামী আবু তাহেরের বাড়ি সামনে রাস্তায় পৌছালে আসামী জাহেরুল, আবু তাহের, নূরুল হক সহ তাদের নিকটাত্মিয় আরো আটজন তার পথরোধ করে এবং লোহার রড়, লাঠি, বল্লম সহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এলোপাথারি মারপিট করে। এতে মোহাম্মদ আলী মাথায় গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে হরিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এঘটনায় ভিকটিম মোহাম্মদ আলীর ছোট ভাই বাদী হয়ে ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় জাহেরুল সহ আরো দশজনকে আসামী করে হরিপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জাহেরুল ও অন্যান্য আসামীদের গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।
পরবর্তীতে আদালতে তাদের জবানবন্দী নেয়া হয়। এক নম্বর আসামী জাহেরুলের বিরুদ্ধে দন্ডবিধির ৩০২ ধারার অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন আদালত। এই মামলার অপর আরো ১০জন আসামীদের বিরুদ্ধে ৩০২/৩৪ ধারার অভিযোগে প্রসিকিউশনপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাদের নির্দোষ খালাস প্রদান করেন আদালত।