রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
তরুণদের বীমায় সম্পৃক্ত করতে আইডিআরএর গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন সোনার বাংলা ইনস্যুরেন্সের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত প্রতীকের তালিকায় শাপলা না থাকায় দেওয়া সম্ভব হচ্ছে না: ইসি গার্ডিয়ান লাইফ শতভাগ ক্যাশলেস; লেনদেন হবে ডিজিটাল মাধ্যমে গ্রাহক আস্থা ও সুশাসনে উদাহরণ জেনিথ ইসলামী লাইফ পুড়েছে আমদানির, নিরাপদ রয়েছে রপ্তানির অংশ: বিমান উপদেষ্টা সিংড়ায় অধ্যক্ষ আনুকে বিজয়ী করতে জেলা বিএনপির মতবিনিময় সভা কেরাণীগঞ্জে সাড়ে তিন কোটি টাকা উদ্ধারের দাবীতে মিশরিয়ানের আর্তনাদ হোমল্যান্ড ধ্বংসের মাস্টারমাইন্ড জেল খাটা ভয়ংকর শাহাদাত! সারাদেশে মহাসড়ক অবরোধের ঘোষণা জুলাই যোদ্ধাদের

মাহবুব মিত্র’র দু’টি কবিতা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ৬৬২

শৈশবের হারিকেন

আমি যখন দাঁড়িয়ে প্রস্রাব করছি
একটি মা-বিড়াল তাকিয়ে দেখছে শিশুর মুখ
খুব শৈশবে অন্ধকারে যেমন আমি,
মা তখন হাফপ্যান্ট খুলে প্রস্রাব করাতো
ভয় পেতাম, যদিও বিশ্বাস করি না কোনো ভূত;

গলির তেমাথায় বিড়ালের জ্বলজ্বলে চোখ
রাখালের বাঁশিতে শীতের হিমগর্ভ চুমুক,
সিঁড়ি ভাঙতে-ভাঙতে উঠে যাচ্ছে চাঁদ
আর মনের গহীনে জমছে মায়াহীন বালুচর;

জননী এখন শিশিরস্নাত অস্তমিত সূর্যের পারাপার
আমি দাঁড়িয়ে আছি সূর্যোদয় আর সূর্যাস্তের ধারাপাতে,
শৈশবের সেই হারিকেনের মুখ আর দেখি না;

মাঘ-পূর্ণিমায় এখনো কি বাড়ির পিছে কুয়াশা ওড়ে
নদীটি ভাঙতে-ভাঙতে মিশে যাচ্ছে ধোঁয়ার কলরবে,
পাখির বাসাগুলো ভেসে যাচ্ছে কারখানার স্রোতে;
মানুষ জীবন আর প্রেম হারিয়ে যাচ্ছে মেষপালকের মতো।

১৩.০১.২০১৯
রাত :: ১০:১৫—১০:৫৭
মিরপুর, ঢাকা।

 

 

সাগরতলের সার্কাস

কবিতার মন্ত্রবীজ রোপণ করছি~ধীরে-ধীরে~পরিত্যক্ত অভুক্ত অভূষিত নীলচক্ষু উপবনে। নতুন করে দিচ্ছি~জল তাপ উত্তাপ উত্তাল হাওয়া। তোমার মুখ পাতা~শরীর মাকালু ছায়া। কচুক্ষেতের জেট বিমান; তুরস্কের টার্কি মুরগীর বণিকদল; ম্যাডোনার দত্তকসন্তানের পাহারাদার।

তুমি যেয়ো না~সাগরতলের সার্কাসে। ফেনায়-ফেনায় উড়াবো কবিতার পেন্ডুলাম। সময়প্রবাহে দৃষ্টিপাত~স্থির ছায়াবিন্দু। আটকে আছে বৃত্ত-বৃত্ত খেলা। সময়~তোমার মুখের হাসি। বন্দি হয়েছি তোমার কামরায়। চোখের মায়ায় আটকা পড়ুক~কবিতার ঢেউ-ঢেউ উল্লাস।

মিরপুর-২ থেকে উড়িয়ে দিবো বিশ্বজয়ের পতাকা। পুরাতন টিকিটগুলো ইতিহাসের কথা কয়। বিবাহবিচ্ছেদ আজ এক ভয়ঙ্কর মুক্তির নাম! জলে ভাসা পদ্ম তুমি~পৃথিবীতে চলছে আজ সাপলুডু খেলা। তুমিই বিজয়বিজ্ঞাপন; হুর হুর হুররে~হেরে গেছে পৃথিবীজামাতা।

তোমার দেহ গাছ-গাছ ছায়া। মেঘের কোলাজে~বুকের বারান্দায় দুলছে~বুকবন্ধনী। আমি ঝুলে থাকবো চোখের মায়ায়; ও বালিকা তুমি কি মিথ্যে-মিথ্যে ঢেউয়ের নাচঘরে~কাচের পুতুল! ফুলগালিচা একদিন সৌরভ ছড়াবে আমার আন্ধারমানিকে। ঘুম-ঘুম ঠোঁটে গলবে~অবারিত তৃষ্ণার কোলাহল।

ছুটি~লালচক্ষু বিনয়ভূমি! ছুটে আসছে কেউ। ঘণ্টা বাজছে জলে। ভিজে যাচ্ছে হাটের শীতল পাটি। ভুলে যাও—প্রেম সঙ্গম বিয়ে বিচ্ছেদ~ঢং ঢংঢং ঢং~উড়ছে ভালোবাসার ডাকটিকিট। চতুর্মুখী প্রেমে চতুর্মাত্রিক প্রেমোদক-উৎপাদক~বাঘ সিংহ কুমির আর অজগরের মুখে~তোমার বহুব্রীহি স্তনের~তিতালিয়া ঝড়। আমি যদি দুঃখ হই~তুমি হবে কবিতার নতুন স্রোত।

০৩.০৬.২০১৯
রাত :: ৪:২০~৫:১৩
মিরপুর, ঢাকা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com