সোমবার, ০৭ Jul ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

পুলিশের সঙ্গে গোলাগুলি: পদ্মা নদীতে ডুবে মাদক ব্যবসায়ীর মৃত্যু

পুলিশের সঙ্গে গোলাগুলি: পদ্মা নদীতে ডুবে মাদক ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পুলিশের সঙ্গে গোলাগুলির সময় পানিতে ডুবে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত ভোর রাতে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পাঁচ নম্বর আই-বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম নাম মো. আমিন (৩৫), নগরীর উপকণ্ঠ হাড়ুপুর এলাকায় তার বাড়ি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ জানায়, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে ৭৯বোতল ফেনসিডিল, দেশীয় তৈরি একটি শুটার গান ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। আমিনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা আছে। এর মধ্যে পাঁচটিই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের।

ওসি আরো বলেন, রাতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি দল পদ্মা নদীর পাড়ে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। গোলাগুলিতে দুই পুলিশ সদস্য আহত হন। গোলাগুলি শেষে পুলিশি তল্লাশিতে নদীর পাড়ে পানিতে আমিনকে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com