সোমবার, ০৭ Jul ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

অধ্যক্ষের বাসায় তরুণীর ঝুলন্ত লাশ

অধ্যক্ষের বাসায় তরুণীর ঝুলন্ত লাশ

প্রতীকি ছবি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় সিডিএ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বাসা থেকে উম্মে হাবিবা (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে চান্দগাঁও আবাসিকের বি-ব্লকে ৩ নম্বর সড়কের অধ্যক্ষ নুরুল আলমের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উম্মে হাবিবা চকরিয়ার বদরখালী শহরিয়াপাড়ার আবদুল মান্নানের মেয়ে। তিনি অধ্যক্ষ নুরুল আলমের দূরসম্পর্কের আত্মীয় বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, দুপুরে অধ্যক্ষ নুরুল আলমের দূরসম্পর্কের আত্মীয় উম্মে হাবিবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।সেখানে বিছানার উপরে তার হাতে লেখা একটি সুইসাইড নোট পেয়েছি। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com