শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন
ভিশন বাংলা ডেস্ক: ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় এবারের ঈদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ছুটি বাতিলের সিদ্ধান্ত বলবৎ থাকবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান মন্ত্রিপরিষদের উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
সচিব বলেন, ডেঙ্গু পরিস্থিতি এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ রোগ নিয়ন্ত্রণে নিতে হবে। সেজন্য স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া প্রশাসনের অন্য কর্মকর্তা কর্মচারীদের ঈদের ছুটি না নিয়ে ঢাকায় থাকতে বলা হচ্ছে।
সচিব আরো বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলের বাইরে ঈদ না করতে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে। এ ছাড়া যেসব চিকিৎসক বিভিন্ন প্রশিক্ষণে রয়েছেন তাদের প্রশিক্ষণ আপাতত বন্ধ করে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় নিয়োজিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।