সোমবার, ০৭ Jul ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

বিয়ের অনুষ্ঠানে ঢুকে প্রেমিকার বাবাকে কুপিয়ে হত্যা

বিয়ের অনুষ্ঠানে ঢুকে প্রেমিকার বাবাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার মগবাজারে হাতিরঝিল সংলগ্ন প্রিয়াঙ্কা শুটিং স্পটে একটি বিয়ের অনুষ্ঠানে সজিব নামের এক যুবকের ছুরিকাঘাতে কনের বাবা তুলা মিয়ার মৃত্যু হয়েছে। ছুরির আঘাতে আহত হয়েছেন কনের মা। আটক করা হয়েছে ওই যুবককেও।

১ আগস্ট বৃহস্পতিবার দুপুর দেড়টার মগবাজারের দিলু রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, ১২-১৫ জনকে নিয়ে ঘরোয়া আয়োজনের ওই বিয়ের অনুষ্ঠানে ঢুকে সেই যুবক হট্টগোল সৃষ্টি করে। এক পর্যায়ে কনের বাবা তুলা মিয়াকে (৪৭) ছুরিকাঘাত করে। তুলা মিয়া এই শুটিং স্পটের কেয়ারটেকার ছিলেন।

এতে কনের মা বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করে। তখন দু’জনকে উদ্ধার করে নিকটস্থ ইনসাফ হাসপাতালে নেওয়া হলে কনের বাবাকে মৃত ঘোষণা করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয় কনের মাকে।

তবে তখনই সে যুবককে পুলিশ আটক করে বলে জানান ওসি। তিনি আরো জানান, ওই যুবকের পরিচয়সহ বিস্তারিত জানার চেষ্টা চলছে। স্থানীয়দের মারধরে ঘাতক যুবকও আহত হয়েছে। তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com