শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চার মাস দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর ১২৩ সদস্য হতাহত নওগাঁর নিতপুরে কীটনাশক প্রয়োগে তিন লক্ষাধীক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা ঈশ্বরদী টিভি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি চ‍্যানেল এস এর বায়েজিদ, সম্পাদক বিজয় টিভির সবুজ কসবায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত কটিয়াদীতে হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা বিয়ের ৪ মাসের মাথায় যৌতুকের দাবিতে নববধূকে পিটিয়ে আহত মুরগির বাচ্চায় দিনে ৯ কোটি টাকা লোপাট নরসিংদীতে জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠক কর্মীসভা অনুষ্ঠিত হরিপুরে গ্রামবাংলার ঝোপঝাড় হতে বিলুপ্তির পথে কুচফল ওয়াজের মাঠ কাপানো আর নারীদের খাট কাপানো হুজুর মুফতি মুহাম্মদ শফিকুজ্জামান
মোংলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

মোংলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

 ফিরোজ আহম্মেদ, মংলা প্রতিনিধি

মোংলায় জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুস সালাম ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, পৌর যুবলীগ সভাপতি আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, পৌর যুব মহিলালীগের সভানেত্রী সুমী লীলাসহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। দোয়া মাহফিল শেষে বেলা ১১ টায় মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগের  উদ্যোগে দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ ছাড়া পৌর শহরের সকল ওয়ার্ডে দোয়া মিলাদ শেষে তবারক বিতরন করা হয়। পরে মোংলা মডেল থানার সামনে একটি গাছের চারা রোপন করেন উপমন্ত্রীহাবিবুন নাহার। এর আগে দিনের প্রথম প্রহরে শহীদ বেধীতে উপমন্ত্রী হাবিবুন নাহারের নেতৃত্বে  ফুল দেন দলীয় নেতা কর্মিরা।

মোংলা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী  ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে মোংলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নানের নেতৃত্বে একটি শোক র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‍্যালীতে আরো অংশগ্রহন করেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা পরিষদের পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র- ছাত্রী, এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধি, গ্রাম পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

মোংলায় শ্রদ্ধা – ভালবাসায় জাতির পিতাকে স্মরন করল বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন বাংলাদেশ বাগেরহাট জেলা কমিটির নেতৃবৃন্দ। সংগঠনটির পক্ষ থেকে জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে র‍্যালী সহকারে এসে সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশনের বাগেরহাট জেলা কমিটির সহসভাপতি জুয়েল রানা, রিয়াজ হাওলাদার,  রাহাত, কামরুল ইসলাম,ইমরান খান সোহেল, , আবিদ,মেহেদি, মামুন, মহিদুল, মুন্না, বাপ্পি, উৎস মজুমদার ও কলিন্স মন্ডল প্রমূখ


মোংলা প্রেস ক্লাবের আয়োজনে  শোক দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মোংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মোংলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব এইচ এম দুলালের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ হাসান গাজী, মনিরুল ইসলাম, আমির হোসেন আমু, আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, মনিরুল ইসলাম দুলু,নিজাম উদ্দিন, নূর আলম শেখ, আবু হোসাইন সুমন, একরামুল হক, মাওলানা মনিরুজ্জামান মনির, মাসুদ রানা রেজা, । দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ তৈয়েবুর রহমান।

প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে ইসলামী ব্যাংকের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বাগেরহাটের মোংলায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’র মোংলা শাখার উদ্যোগে বুধবার বিকেলে ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান নূর মোহাম্মদ। সভাপতির বক্তব্যে নুর মোহাম্মদ বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে একটি স্বাধীন মানচিত্র ও ভূখন্ড দিয়েছেন। সেই ভূখন্ডকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ইসলামী ব্যাংকের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শোক দিবসের সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা মো: আব্দুল মুত্তালিব, মো: আবু মুসা, মো: মনিরুল ইসলাম, মো: আব্দুল্লাহ আল যোবায়ের ও মাসুদা খানম মনি। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে এবং ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও মোংলা শাখার ম্যানেজার অপারেশন্স মো: আব্দুল মতিন। এ অনুষ্ঠানে ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com