বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:০২ অপরাহ্ন

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মেয়র সাঈদ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ আগস্ট, ২০১৯
  • ৩৭২

ভিশন বাংলা ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। রোববার রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে মেয়র ঢাকা ত্যাগ করেন।

সিঙ্গাপুর সফর সম্পর্কে মেয়র সাঈদ বলেন, সোমবার সিঙ্গাপুরে চিকিৎসকের সঙ্গে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই যাচ্ছি। সবকিছু ঠিকঠাক থাকলে পরের দিনই চলে আসবো, ইনশাল্লাহ। আর যদি চিকিৎসক থাকতে বলেন বা কোনো টেস্ট দেন, তাহলে দেরি হতে পারে।

এদিকে, মেয়র স্বশরীরে উপস্থিত না থাকলেও সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন বলে জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিঙ্গাপুর থেকে ডেঙ্গু প্রতিরোধ এবং এডিস মশা ও লার্ভা নিধন কার্যক্রম মনিটরিং করবেন মেয়র।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলায় আঘাত পান সাঈদ খোকন। সে জন্য মাঝেমধ্যেই চিকিৎসকের পরামর্শ নিতে হয় মেয়রকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com