সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি দাপ্তরিক কার্যক্রম সীমিত হয়ে যাওয়ায়, এখন অনেকটাই গ্রামমুখী রাজধানীবাসী। ফলে, গণপরিবহন থেকে শুরু করে যে কোনো ধরনের পরিবহনের গন্তব্য বেশিরভাগ ক্ষেত্রেই বাস বা লঞ্চ টার্মিনাল। ফলে, জনবহুল এলাকাগুলো অনেকটাই ফাঁকা। শুধু নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে রয়েছে মানুষের ভিড়।দৈনন্দিন প্রয়োজনেই ভিড়। কাঁচাবাজারে আসা নগরবাসী যত দ্রুত পারছেন ফিরে যাচ্ছেন ঘরে। অনেক বছর ধরে ব্যস্ততম এই ফার্মগেট মোড়ে দোকান করছেন তিনি। এই অবস্থাকে অনেকটা ঈদের মতো ফাঁকা মনে হচ্ছে তার কাছে। পার্থক্য হচ্ছে, রাস্তায় ছুটে চলা মানুষের মনে উৎসব নয়, করোনা আতঙ্ক।
গণপরিবহন, রিক্সা বা মোটর সাইকেল, সবগুলোতেই যাত্রী কম। মূলত: এখানে যাত্রীরা জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না। তার বেশিরভাই ছুটছেন বাসস্ট্যান্ড বা লঞ্চ টার্মিনালগুলোতে, কারণ সবাই আসলে ঢাকা ছেড়ে গ্রামের দিকে পা বাড়াচ্ছে।বাসস্ট্যান্ডে আসা যাত্রীদের চোখে এখন তাড়াহুড়ো আর করোনা আতঙ্ক। ভয় থেকেই ঢাকা ছাড়ছেন অধিকাংশ মানুষ।নগর নাকি গ্রাম। কোনটা নিরাপদ সেই উত্তর হয়তো দেবে ভবিষ্যৎ। সব প্রতিকূলতা জয় করে মেগাসিটি ঢাকা আবার ফিরে পাক তার নিজস্বতা।