শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন
নীলফামারী প্রতিনিধিঃ বিশ্বব্যাপী করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে দেশে মাস্ক, সাবান, টিসু
অগ্নিমূল্য ঠেকাতে নীলফামারী ১৫নং লক্ষীচাপ ইউনিয়নের নিহত মোঃ আব্দুল
মালেক এর পরিবারের পক্ষ থেকে তার ছোট ছেলে আব্দুল মতিন অসহায় গরীব খেটে
খাওয়া মানুষের মাঝে সীমিত সামর্থ্য অনুযায়ী কিছু সহায়তা করার চেষ্টা
করছি। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পেতে তাদেরকে সচেতন
করার চেষ্টা করেছি। গরিব অসহায় পরিবারদের মাঝে মাস্ক ও সাবান, টিসু,
জনসচেতনামুলক লিফলেট বিনামূল্যে বিতরণ করেছেন। গত ২৬শে জানয়ারী ২০১৫ইং
হরতাল চলাকালীন সময় প্রেট্টোল বোমা হামলায় নিহত আব্দুল মালেক।
প্রধানমন্ত্রীর অনুদান কৃত সন্ঞয় হইতে তাহার পরিবার গরিব অসহায় মানুষরা
নিজেদের নিরাপত্তার বিষয়ে সচেতন করার জন্য এই পদক্ষেপ । রাস্তার ধুলাবালি
ও ময়লা নাক দিয়ে শ্বাসনালী হয়ে ফুসফুসে প্রবেশ করে সৃষ্টি করে শ্বাসকষ্ট,
এজমাসহ নানান অসুখ। একটি মাস্ক পরে নিলে এরকম অনেক সমস্যা থেকে বেঁচে
থাকা যায়। বিশেষ করে বর্তমান সময়ে করোনা আতংকে জন মানুষকে সচেতন করাই মূল
উদ্দেশ্য। এ সময় উপস্থিত ছিলেন মোঃ ওমর ফারুক- সমাজ সেবক, মোঃ আব্দুর
রশিদ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ । অবশেষে আব্দুল মতিন বলেন দেশের
এমন অব্স্থায় প্রতিটি বিত্তবান লোকের উচিত গরিব অসহায় মানুষের পাশে
দাড়ানো।