শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

ফেসবুকে ছবি পোস্টকারীর বিরুদ্ধে মামলা করবেন শিপ্রা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ২৬৩

ভিশন বাংলা ডেস্ক: ব্যক্তিগত ছবি ফেসবুকে পোস্টকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার কথা জানিয়েছেন শিপ্রা দেবনাথ।

সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মো. রাশেদের এই সহযোগী।

এদিকে রাতে র‍্যাব সদরদফতরের আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, ‘শিপ্রার ফেসবুকে ব্যক্তিগত ছবি ভাইরালের বিষয়ে কোনো মন্তব্য করবে না র‍্যাব। মূলত সিনহা হত্যার দিন রাতে কী ঘটেছিল এবং এই ঘটনার প্রেক্ষাপট নিয়ে তদন্ত করবো আমরা।’

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘শিপ্রা একজন সচেতন নাগরিক। আইনের কাছে সে আশ্রয় পেতেই পারে। সেটা শিপ্রার একান্ত ব্যক্তিগত ব্যাপার।’

সিনহা হত্যার তদন্তের বিষয়ে র‍্যাব জানান, র‌্যাব বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে তদন্ত করে আসল ঘটনা বের করবেন।

এর আগে বিকেলে শিপ্রা বলেন, ‘মেজর সিনহা হত্যাকাণ্ডের পর রাতে এসে আমাদের কটেজ থেকে পুলিশ দুটি মনিটর, ল্যাপটপ, ডেস্কটপ, ক্যামেরা, লেন্স, তিনটি হার্ডড্রাইভ এবং আমাদের ফোন ডিভাইস সব নিয়ে যায়। জব্দ তালিকায় যার কোনোটির কোনো উল্লেখ নেই। আমি জানি না, এখন কীভাবে বা কার কাছে সেসব ফেরত চাইব।’

তিনি আরও বলেন, ‘আমাদের পার্সোনাল প্রোফাইল ও ডিভাইস থেকে বিভিন্ন ছবি চুরি করে কিছু বিকৃত মস্তিষ্কের দায়িত্বশীল অফিসাররাই ফেসবুক ও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। আমার নামে খোলা হয়েছে ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি। আমার ব্যক্তিজীবনকে যারা অসহনীয় করে তুলেছেন বিভিন্ন ছবি ও ভিডিও তৈরির মাধ্যমে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি তথ্য প্রযুক্তির ডিজিটাল নিরাপত্তা আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব, কথা দিলাম।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com