সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: প্রথম আলোর যুগ্ম সম্পাদক আনিসুল হকসহ ৫ জনকে স্কুলছাত্র আবরার নিহতের মামলায় জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তারা।
শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় প্রত্যেকের জামিন আবেদন মঞ্জুর করেন।
আনিসুল হক ছাড়া অন্য আসামিরা হলেন- প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মহিতুল আলম, প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহপরান তুষার ও নির্বাহী শুভাশীষ প্রামাণিক।
এর আগে গত বুধবার (২ সেপ্টেম্বর) স্কুলছাত্র আবরার হত্যা মামলায় কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ ৫ জনের মালামাল ক্রোকের আদেশ দেন আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় ও তাদের জামিনের মেয়াদ শেষ হওয়ায় গ্রেফতারে আইনি বাধা নেই বলেও জানানো হয়।
এদিকে অবহেলায় ছেলের মৃত্যুর বিচার বিচার চাইলেন আবরারের বাবা। রেসিডেন্সিয়াল স্কুলের নবম শ্রেণীর ছাত্র নাঈমুল আবরারকে নিয়ে হয়তো অনেক স্বপ্নের জাল বুনেছিলেন তিনি। এখন সন্তানের মৃত্যুর বিচারই তার একমাত্র চাওয়া।