সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নওগাঁর ঐতিহ্যবাহী হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে দিতে রাষ্ট্রপক্ষের আবেদন উজানের ঢলে প্লাবিত উত্তরের ৪ জেলা- পানিবন্দি লক্ষাধিক মানুষ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক জিয়াউল হক ভাঙন আতঙ্কে তিস্তা পাড়ের মানুষ ১৯৯২: শাহ আমানত বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট চালু কবে থেকে হিজবুল্লাহপ্রধানকে হত্যায় অভিযান চালানো হয়, জানালো ইসরায়েলের কর্মকর্তারা মুন্সিগঞ্জের সিরাজদিখানে সুমনের অত্যাচার-নির্যাতনে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা বাংলাদেশের অপরাজনীতির নিকৃষ্ট উদাহরণ পিরোজপুরের মহারাজ-মিরাজ মাধবপুরে টোল আদায় নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত-১৯
আগৈলঝাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক হাওলাদারের স্মরণসভা অনুষ্ঠিত।

আগৈলঝাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক হাওলাদারের স্মরণসভা অনুষ্ঠিত।

আগৈলঝাড়া প্রতিনিধিঃ আগৈলঝাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক হাওলাদার এর শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সদর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি ও বাজার ব্যবসায়িদের উদ্যোগে সোমবার বাদ আছর সদর বাজারে ওই বাজারের পরিচালনা কমিটির সভাপতি ও গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক ও স্মরণ সভায় ব্যবসায়ী আব্দুল মালেক হাওলাদারের স্মৃতিচারণ করেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি আব্দুস ছাত্তার মোল্লা, এসএম হেমায়েত উদ্দিন, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, আ’লীগ নেতা সফিকুল ইসলাম সকুল, সহিদুল ইসলাম পাইক, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, ব্যবসায়ি গিয়াস উদ্দিন হাওলাদার, ইদ্রিস হাওলাদার, হান্নান মোল্লা, ফয়জুল সেরনিয়াবাত, মো. জাহিদুল ইসলাম ।

সভায় বক্তারা ব্যবসায়ি আব্দুল মালেক হাওলাদারের মৃত্যু নিয়ে তারমেয়ে জামাতার অনাহুত হত্যা মামলা দায়ের করায় ক্ষোভ প্রকাশ করেন।

স্মরণসভা শেষে মরহুম আব্দুল মালেক হাওলাদারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
প্রসংগত, বাজারের বিশিষ্ট প্রবীন ব্যবসায়ি আব্দুল মালেক হাওলাদার বিভিন্ন রোগে ভুগে ৮৬বছর বয়সে গত ৮মার্চ রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com