সোমবার (১৯ জানুয়ারি) পঙ্গু হাসপাতালে বেগম খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নিটোর শাখা।
উক্ত অনুষ্ঠানের শুরুতে সকাল ৮ টায় হাসপাতালের জরুরি বিভাগে বেগম খালেদা জিয়ার নামে পুনরায় ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন করেন । পরে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ, মহাসচিব ডা, জহিরুল ইসলাম শাকিল, নিটোরের পরিচালক ও ড্যাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডাঃ আবুল কেনান, সহ সভাপতি ডাঃ এরফানুল হক সিদ্দিক,ড্যাব নিটোর শাখার সভাপতি ও কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডাঃ শামসুল আলম, ডাঃ রোস্তম আলী মধু, ডা রুমি জালাল,ডাঃ সাঈদ মাহমুদ তমাল ,ডা কামাল ,ডা সাকলায়েন,ডা এস এন নাগ, ডাঃ ফারুক আহমেদ, ডাঃ তাজুল ইসলাম রবি, ডাঃ সোহেল, ডাঃ সালেহীন,ডাঃ গোলাম মাহমুদ সুহাস।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ড্যাব নিটোর শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডাঃ শেখ মুহাম্মদ আতিকুর রহমান সুজন।