রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরে এসেছে তিনজন নভোচারী। আজ শনিবার (১৭ এপ্রিল) একটি রাশিয়ান সয়ুজ মহাকাশযানে করে তারা সুস্থভাবে ভূমিতে অবতরণ করেন।
রাশিয়ার রোসকোমমোস স্পেস এজেন্সির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সয়ুজ এমএস-১৭ মহাকাশযানে করে তারা কাজাখাস্তানে অবতরণ করেন।
নভোচারীরা হলেন- নাসার নভোচারী মাইক্রোবায়োলজিস্ট কেট রুবিন্স। তিনি ২০১৬ সালে মহাকাশে ডিএনএ সিক্যুয়েন্সের প্রথম ব্যক্তি। বাকি দুইজন হলেন, রাশিয়ার মহাকাশচারী সের্গেই রাইহিকভ এবং সের্গেই কুড-সেভেরকভ।
২০২০ সালের অক্টোবরের মাঝামাঝি সময় থেকে এই তিনজন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করছিলেন।