সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় মহামারি করোনা ভাইরাসের প্রার্দুভাব বৃদ্ধির কারনে সরকার থেকে সারা দেশে লকডাউন ঘোষণা করায় কর্মহীন হয়ে পরা দরিদ্র লোকজনের মাঝে এমপি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্’র নিজস্ব তহবিল থেকে উপজেলার পাঁচ ইউনিয়নে কর্মহীন ১৬শত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
আজ সকালে উপজেলার ৫টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নের ৩শত করে মোট ১৫শত কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। এছাড়াও উপজেলা প্রশাসন তাদের হাতে ১শ প্যাকেট জমা রেখেছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবুল হাশেম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার. বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু প্রমূখ।
এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাস বৃদ্ধির কারনে সরকার থেকে সারা দেশে লকডাউন ঘোষণা করায় কর্মহীন হয়ে পরা দরিদ্র লোকজনের মাঝে স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ নিজস্ব তহবিল থেকে প্রতিটি ইউনিয়নে ৩শত কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ হবে।
রোববার সকালে গৈলা ইউনিয়নে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে বাকাল, বাগধা, রাজিহার ও রত্নপুর ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রতিজন কর্মহীন মানুষ ১০ কেজি চাল,৫ কেজি আলু,১ কেজি চিনি, ১কেজি ছোলা বুড,১কেজি চিড়া ও ১কেজি ডাল বিতরণ করা হয়। রমজান মাসে এই খাদ্য সামগ্রী পেয়ে যাতে তাদের কিছুটা উপকার হয় সেই জন্য স্থানীয় এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ্ নিজস্ব তহবিল থেকে এই খাদ্যসামগ্রী দিয়েছেন।