পারিবারিক কলহের জেরে বাবা–মায়ের ওপর অভিমান করে জিয়াউর রহমান জিয়াম (২১) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামের মাধাইসোনা পাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জিয়াম ওই গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুল নূর জানান, এটি আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিয়াম ছোটবেলা থেকেই কিছুটা জেদি, রাগী ও অভিমানী স্বভাবের ছিল। প্রায় এক বছর আগে স্ত্রীর সঙ্গে তার সংসার বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং ডিপ্রেশনে ভুগছিলেন।
সূত্র জানায়, ঘটনার দিন সকালে পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে বাড়ির বাইরে গেলে সবার অগোচরে জিয়াম নিজ বাড়ির বারান্দায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।