রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

কম্বোডিয়া সেনাবাহিনীতে যোগ দিল ২০টি ইঁদুর!

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: গৃহযুদ্ধের সময় কম্বোডিয়ায় বিপুল পরিমাণ স্থল মাইন পুঁতে রাখা হয়েছিল। দেশটিতে ১৯৭৯ সাল থেকে এখন পর্যন্ত স্থল মাইন বিস্ফোরণে ৬৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এ কারণে ইঁদুর দিয়ে মাইন অপসারণের কাজ করা হচ্ছে দেশটিতে। সে লক্ষ্যে তানজানিয়া থেকে আমদানিকৃত ইঁদুরের ঘ্রাণশক্তি তীব্র হওয়ায় তাদের মাইন শনাক্তে কাজে লাগানো হচ্ছে।

ইঁদুর দিয়ে মাইন অপসারণের বিষয়টি সফল হওয়ায় ২০১৬ সাল থেকেই স্থল মাইন অপসারণে ইঁদুর ব্যবহার করছে কম্বোডিয়া। সম্প্রতি স্বর্ণপদকজয়ী মাগাওয়াসহ বেশ কয়েকটি ইঁদুরকে অবসরে পাঠানোর পর আরো ২০টি ইঁদুরকে নিয়োগ দেওয়া হয়েছে। এই সব ইঁদুরের তদারককারী মালেন বলেন, কাজ শুরুর আগে আমরা বুঝতে পারিনি স্থল মাইন খোঁজার কাজটা ওরা এত ভালোভাবে করতে পারবে। ইঁদুরের অসাধারণ ঘাণশক্তি আছে যা আমাদের নেই। বেশির ভাগ ক্ষেত্রেই ওরা সঠিক ইঙ্গিত দেয়।

কোম্বোডিয়ায় নতুন পুরনো মিলিয়ে মোট ৪৮টি ইদুর স্থল মাইন খোঁজার কাজ করছে। এদের প্রশিক্ষণ দিচ্ছে তানজানিয়ার অ্যাপোপো নামের একটি সংগঠন।

সূত্র: ডয়েচে ভেলে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com