নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়িকা পরীমণির অন্যতম সহযোগী জুনায়েদ জিমিকে রাজধানীর গুলশান থেকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে পরীমণি ইস্যুতেই তাকে আটক করা হয়। পুলিশের ঊর্ধ্বতন সূত্রে এ তথ্য জানা গেছে।
তাকে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। জিমি পরীমণির কস্টিউম ডিজাইনার ছিলেন। পরীমণি যখন নিজেকে ‘ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনেন, তখন আলোচনায় এসেছিলেন জিমি।
এর আগে শুক্রবার দুপুরে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি-উত্তর) পুলিশের যুগ্ম-কমিশনার হারুন-অর-রশিদ জানিয়েছিলেন, পরীমণির অনৈতিক কাজের সহযোগীদের নাম পাওয়া গেছে। তাদেরও আইনের আওতায় আনা হবে।
এরপরই সন্ধ্যায় রাজধানীর পান্থপথ থেকে পরীমণির ঘনিষ্ঠজন নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তবে তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হচ্ছে বলে সূত্রে জানা গেছে।
বুধবার (৪ আগস্ট) রাজধানীর বনানীর বাসা থেকে আটক করা হয় পরীমণিকে। এসময় র্যা বের অভিযানে বিপুল পরিমাণ মাদক পাওয়া যায় তার বাসায়।
এরপর বৃহস্পতিবার (৫ আগস্ট) বনানী থানায় মাদক আইনে মামলা করা হয় পরীমণির বিরুদ্ধে। ওইদিনই সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয় তাকে। এ পরিপ্রেক্ষিতে তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।