রবিবার, ২৭ Jul ২০২৫, ০২:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর, চিত্রনায়িকা পরীমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, কথিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ ও শরফুল হাসানের বাসায় অভিযান চালিয়েছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)।
অভিযান চালিয়ে মামলা সংশ্লিষ্ট আলামত সংগ্রহ করেছে সিআইডি। শনিবার বিকেল ৪টার দিকে অভিযান শুরু হয়।
শনিবার (৭ আগস্ট) বিকেল পৌনে চারটার দিকে এ অভিযান শুরু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুখ।
তল্লাশি অভিযানের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুখ। তিনি বলেন, “তদন্ত কার্যক্রমের অংশ হিসেবেই হেলেনা জাহাঙ্গীর, পরীমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের বাসায় এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে।”