শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক.
১৩ তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান বরিশাল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আজ মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল দশটায় অনুষ্ঠিত হবে। সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি ভার্চুয়ালে ঐতিহ্যবাহী এ অনুষ্ঠানের শুভ উদ্বোধণ করবেন।
মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানের আহবায়ক সুশান্ত ঘোষ জানান, উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত হবেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ ও শিল্পাচার্য জয়নুল আবেদীনের পুত্র শিল্পানুরাগী প্রকৌশলী ময়নুল আবেদীন। অনুষ্ঠানস্থলে বিশেষ অতিথি হিসেবে বরিশালের জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার এ বছর ১৫ জন মৃৎশিল্পীকে সম্মাননা ও সহায়তা প্রদান করবেন। সম্মাননাপ্রাপ্ত মৃৎশিল্পীদের প্রত্যেককে নগদ অর্থ, ক্রেস্ট, উত্তরীয় এবং বস্ত্র প্রদানসহ অংশগ্রহনকারী প্রত্যেককে নগদ অর্থ ও বস্ত্র প্রদান করা হবে।
এবছর আজীবন ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের জয়দেব পাল ও মাদারীপুর জেলার ডাসার উপজেলার শশীকর গ্রামের উমা রানী বিশ্বাস। অন্যান্য ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন বাকেরগঞ্জের শোভা রানী পাল ও রুপক পাল, রাজশাহীর সুশান্ত কুমার পাল, ঝালকাঠীর তুলশী রানী পাল ও তপন কুমার পাল, পটুয়াখালীর কানাই চন্দ্র পাল, টাঙ্গাইলের শোভা রানী পাল, পিরোজপুরের বিনোদ পাল ও শেখর পাল, রাজবাড়ির নিতাই পাল ও অসীম পাল, ফরিদপুরের রণজিৎ পাল এবং নওগাঁর বিশ্বনাথ পাল। এছাড়া আগৈলঝারার গৈলা গ্রামের মৃৎশিল্পী জয়দেব পালের ছেলে সুজন পাল রোবট আবিস্কার করায় তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।