বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ১০ বছর পেরিয়ে গেলেও বিচারের মুখ দেখেনি সাগর-রুনি হত্যা মামলা। আজ (১১ ফেব্রুয়ারি) সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার ১০ বছর। এতদিনেও শেষ হয়নি এই হত্যাকাণ্ডের মামলার তদন্ত।
বিগত ১০ বছরে ৮৫ বার সময় নিয়েও তদন্ত কর্মকর্তারা আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেননি।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার ৮৫তম তারিখ ছিল। এই তারিখেও অভিযোগপত্র জমা দিতে ব্যর্থ হন কর্মকর্তারা। তাই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী সময় ধার্য করেছেন ২৩ ফেব্রুয়ারি।
প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি খুন হন। এ সময় বাসায় ছিল সাংবাদিক দম্পতির ছেলে মাহির সরওয়ার মেঘ। ঘটনার পর এ বিষয়ে একটি মামলা হয় ডিএমপির শের বাংলা থানায়। মামলার চার দিন পর তদন্তের দায়িত্ব দেওয়া হয়ে ডিবিকে।
২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্টে তদন্তের ব্যর্থতা স্বীকার করে ডিবি। সেদিন আদালত র্যাবকে মামলার তদন্তের দায়িত্ব দেন।