মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিল এলাকা থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণের সময় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এনামুল হক মিঠু এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২০ সালের গাড়ি ভাঙচুরের এক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইশরাক হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বর্তমানে মতিঝিল থানা হেফাজতে আছেন।
এর আগে বুধবার (৬ এপ্রিল) সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। লিফলেট বিতরণকালে তাকে আটক করে মতিঝিল থানা পুলিশ। পরে গাড়ি ভাঙচুরের ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।