সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: এমন কোনো জায়গা নেই যেখানে অনিয়ম পাইনি। আমরা যেখানেই হাত দিচ্ছি সেখানেই অনিয়ম পেয়েছি বলে মন্তব্য করেছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান।
তিনি বলেন, হঠাৎ করেই ইদের আগে সয়াবিনের সংকট তৈরি হয়ে গেল। বাড়তি দাম পাওয়ার আশায় সয়াবিন তেল মজুত করে রাখা হয়। তেলের দাম নিয়ন্ত্রণ করতে খুচরা থেকে পাইকারি, পাইকারি থেকে কারখানা- সব জায়গাতেই অভিযান পরিচালনা করেছি। অনিয়মের বিষয়ে সংশ্লিষ্টদের কাছে প্রতিবেদন দিয়েছি।
বৃহস্পতিবার (১৯ মে) রাজধানীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
মহাপরিচালক বলেন, সব জায়গাতেই অনিয়ম আছে। যেখানেই হাত দেওয়া হয়েছে সেখানেই অনিয়ম পাওয়া গেছে। ভোক্তা অধিদফতর সব গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ভোক্তারা প্রতারিত হতে হতে এমন পর্যায়ে চলে গেছেন, এখন অধিকার খর্ব হচ্ছে সেটাই আর বুঝতে পারেন না। এসময় তিনি ভোক্তার স্বার্থ ক্ষুণ্ন হওয়ার বিভিন্ন উদাহরণ তুলে ধরেন।