বুধবার, ০২ Jul ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে বুয়েটে অধ্যয়নরত ২৪ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন দিয়েছেন আদালত। বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিছুক্ষণ পর আইনজীবী শিশু আদালতে জামিন চাইবেন বলে জানা গেছে।
আজ বুধবার (২ আগস্ট) জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন তাদের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল।
তিনি বলেন, আসামিরা দেশের মেধাবী শিক্ষার্থী। তারা হাওরে ঘুরতে এসেছিলেন। পুলিশ শুধু সন্দেহের বশে এতজন মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করতে পারে না। তারা সবাই প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। সবাই মেধাবী শিক্ষার্থী। এসব বিবেচনায় আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।
গ্রেপ্তার আরও দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের জামিন আবেদন শিশু আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে।