বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

বেলজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উদযাপন

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৭
নিজস্ব প্রতিবেদক:  ২৮ শে সেপ্টেম্বর, বেলজিয়ামের লিয়াজ শহরে বেলজিয়াম আওয়ামী লীগ দোয়া মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব মানবতার নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৭তম শুভ জন্মদিন পালন করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ ও সাহসী সরকার পরিচালনায়, বঙ্গবন্ধুর নেতৃত্বে সৃষ্ঠ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আজ এক উন্নয়নশীল ও আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্রে পরিণত হয়েছে। স্বাধীনতা বিরোধী ও বি এন পি জামাতের সমস্থ চক্রান্ত রুখে দেশে গনতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ,মানবাধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিকভাবে বাংলাদেশকে উন্নয়নশীল অর্থনীতিতে পরিণত করেছেন। জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে,দেশের উন্নয়ন অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিতে বক্তারা আহ্বান জানান।
লীয়াজ আওয়ামী লীগের সিনিয়র নেতা জনাব মিজানুর রহমানের সভাপতিত্বে ও নিজামুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি শহীদুল হক। উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, বেলজিয়াম আওয়ামী লীগ সহসভাপতি হুমায়ুন মাকসুদ হিমু, উপদেষ্ঠা খোকন শরীফ, সাবেক যুগ্ম সম্পাদক মুর্শেদ মাহমুদ, সহ সভাপতি আব্দুল হান্নান, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, সদস্য প্রদীপ পাল, লিয়াজ্ আওয়ামী লীগের জনাব, আব্দুল মান্নান, মুখলেসুর রহমান, লুত্ফুর রহমান বাদল, জনাব মন্টু, অলিউল ইসলাম, জনাব মঞ্জু, আমজাদ হোসেন, জাভেদ, আলম মিয়া, রিফাতুর রহমান, নাজিমুদ্দিন প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com