রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:২১ অপরাহ্ন
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : সাতক্ষীরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাতক্ষীরার আয়োজনে জেলা ভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২১ দিন ব্যাপি তৃতীয় ধাপ (পুরুষ) এর সমাপনী ও সনদ বিতারন অনুুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে সেপ্টেম্বর শনিবার সকাল ১২টায় সাতক্ষীরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কনফারেন্স রুমে জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম’র সভাপতিত্বে সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৩০ আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক এনামুল খান(বিভিএমএস)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন এস আই সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট কামরুজ্জামান।অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন আনসার বাহিনী একটি সুশৃংখল, এই বাহিনী দেশ ও দশের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।তাই এই বাহিনীর কোন বদনাম নাই আনসারের সকল ব্যক্তিরা দেশপ্রেমিক যার কারণে দেশ রক্ষায় বর্তমান সরকারের যেকোনো বিষয়ে ডাক দিলে আনসার বাহিনী তাদের কর্তব্য দায়িত্ব যথাযথ ভাবে পালন করবে। এ বাহিনী দীর্ঘদিন ধরে দেশ সেবায় নিয়োজিত, যার বর্তমান সদস্য সংখ্যা ৬৫ লক্ষ আজকে যারা এখান থেকে ট্রেনিং করেছে তারা প্রতিদিন কোন না কোন ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকবে। বাল্য বিয়ে প্রতিরোধ, মাদক প্রতিরোধ,সন্ত্রাসমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে সরকারকে সহযোগিতা করতে হবে। আমাদের দেশ খুব উন্নয়নশীল যার কারণে প্রতিটি বিষয়ে আমরা অবগত আছি। আলোচনা সভার শেষে প্রত্যেককে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয় ।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন টি আই ইশার আলী