রবিবার, ১৩ Jul ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় স্ত্রীকে হত্যার পর রশিতে ঝুলে স্বামীর আত্মহত্যা কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারে চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে চলছে অফিসের কার্যক্রম আদালতের নির্দেশ উপেক্ষা: ৯ শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে” ব্যবসায়িক দ্বন্দ্বে মিটফোর্ডে সোহাগ হত্যা: ডিএমপি মির্জাপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নিজ বাড়ি থেকে ব্যবসায়ী আটক কেরানীগঞ্জে রাজাবাড়ী এলাকার প্রধান সড়কে ময়লার স্তূপ, চরম ভোগান্তিতে এলাকাবাসী শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে ১০ দিনের কারাদণ্ড বিয়ের ৩০ বছর পর একসঙ্গে দাখিল পাস করলেন স্বামী-স্ত্রী পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার কাছে একাধিক গাড়ির ভয়াবহ সংঘর্ষ বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২৫ কোটি টাকার অগ্নি বীমা দাবির চেক হস্তান্তর
একীভূত হলো কলারোয়া প্রেসক্লাব মিলনমেলায় ঐক্যবদ্ধতার অভিপ্রায়

একীভূত হলো কলারোয়া প্রেসক্লাব মিলনমেলায় ঐক্যবদ্ধতার অভিপ্রায়

সিনিয়র স্টাফ রির্পোটার আসাদুজ্জামান আসাদঃ মান অভিমান ভুলে কলারোয়া প্রেসক্লাবের দুই গ্রুপ আবারো এক হলো। নতুন করে পথ চলা শুরু করলো একই সাথে প্রেসক্লাবের ইতিহাস-ঐতিহ্য ফিরিয়ে আনতে।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা মোড়স্থ কলারোয়া প্রেসক্লাবের কার্যালয় এই ঐতিহাসিক মিলনমেলায় শামিল হন প্রেসক্লাবের ভেঙে যাওয়ার আগের সকল সদস্য ও বর্তমান সদস্যরা।ঐক্য ও সততার অটুট বন্ধনে আবদ্ধ হতে উপস্থিত সকলে এক বাক্যে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিনগুলো চলার অভিপ্রায় ব্যক্ত করেন। সে সময় পুরনো সকল ভেদাভেদ ভুলে প্রেসক্লাব ও সাংবাদিকদের বৃহত্তর ঐক্যের স্বার্থে একীভূত হয় প্রেসক্লাবের দুই অংশের সাংবাদিকরা। এসময় মূলধারার সকল সাংবাদিক বন্ধুকে প্রেসক্লাবে আসার আহবান জানানো হয়। সেই সাথে পুনর্গঠন করা হয় নতুন আহবায়ক কমিটি। ক্লাবের উন্নতিকল্পে সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় সম্মিলিতভাবে। সাংবাদিকদের এই মিলন মেলায় উপস্থিত হন পেশাজীবী প্রথিতযশা কয়েকজন। পরে দুপুরের মধ্যাহ্ন ভোজে অংশ নেন সকলে।একিভূতকরণ ঐতিহাসিক এই সভায় সভাপতিত্ব করেন কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক ও লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম।যুগ্ম আহ্বায়ক সরদার জিল্লুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া ক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক সাবেক সাধারণ সম্পাদক শেখ রাশেদুল হাসান কামরুল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সহ-সভাপতি হাসান মাসুদ পলাশ, সিনিয়র সাংবাদিক এমএ সাজেদ, আতাউর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, সুজাউল হক, প্রভাষক সাইফুল ইসলাম, আবু রায়হান মিকাইল, মনিরুল ইসলাম মনি, ওহিদুজ্জামান খোকা, শফিকুর রহমান, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান সোহাগ, জুলফিকার আলী, রাজু রায়হান, দেবাশীষ চক্রবর্তী বাবু প্রমুখ।বিশেষ আমন্ত্রণে উপস্থিত হন ব্র্যাক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী আসাদুজ্জামান চান্দু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, মিজানুর রহমানসহ অনেকে।সভায় নতুন আহবায়ক কমিটি পুনর্গঠনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেনকে ক্লাবের হিসাব নিকাশ ও কাগজপত্র দেখভালের লক্ষ্যে আহবায়ক কমিটির হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া পুনর্গঠিত আহবায়ক কমিটিতে আছেন- আহবায়ক অধ্যাপক এমএ কালাম, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, যুগ্ম আহবায়ক শেখ রাশেদুল হাসান কামরুল, যুগ্ম আহবায়ক সরদার জিল্লুর রহমান, সদস্য এমএ সাজেদ, প্রভাষক আরিফ মাহমুদ, সুজাউল হক, প্রভাষক সাইফুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ। এর আগে গত ১৩ মে দুই প্রেসক্লাব একীভূত করার লক্ষ্যে প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এম এ কালামের আহবানে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। যার ধারাবাহিকতায় পুরাতন ঐতিহ্য ফেরাতে একীভূত হলো কলারোয়া প্রেসক্লাব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com